নিজ বিশ্ববিদ্যালয়ের জার্সি ডিজাইন করে হয়ে যাও জার্সি চ্যাম্প, জিতে নাও পুরস্কার!

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প ২০২০ এ তোমার বিশ্ববিদ্যালয় খেলবে, তোমার ডিজাইন করা জার্সিতে। বিশ্ববিদ্যালয় দলের জন্য নির্বাচিত জার্সি থেকে বাছাইকৃত ১০টি ডিজাইনের ফেসবুকে ভোটের মাধ্যমে সর্বাধিক ভোটজয়ী হবে “ইন্টার ইউনিভার্সিটি জার্সি চ্যাম্প ২০২০”।

জার্সি চ্যাম্প প্রতিযোগীতা অংশগ্রহণের নিয়মাবলী:
» পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
» ডিজাইন করা জার্সির ছবি তোমার নিজ ফেসবুক প্রোফাইল থেকে পাবলিক করে পোস্ট করতে হবে।
» তোমার করা পাবলিক পোস্টে হ্যাশ ট্যাগ দাও #InterUniversityJerseyChamp#BIUSC2020 এবং #LeadtheSpirit ।
» পোস্টের লিংকসহ জার্সির ছবি মেইল করো [email protected] -তে।
» জার্সি ডিজাইনের গাইডলাইন drive.google.com/open?id=1abxd2YgU3tFgj14E3-kgr6YY37iN-qMd ।
» জার্সি ডিজাইন পোস্টের শেষ সময় ফেব্রুয়ারী ৮, ২০২০ বিকাল ৫ টা।